ঘুমধুমে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান

fec-image

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রুসহ কয়েকটি গ্রাম প্রবল বৃষ্টিতে গৃহহীন ও পানিবন্দী হয়ে পড়ে। এতে অন্তত ৩ শতাধিক পরিবারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসব  পরিবারে খাদ‌্য সহায়তার মধ্যে চাল, ডাল সহ প্রাথমিক চিকিৎসা  সামগ্রী প্রদান করেছেন নাইক্ষ‌্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।

বৃহস্পতিবার(২৯জুলাই)  বিকেলে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নাইক্ষ‌্যংছড়ি থানার  অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেনের ব্যক্তিগত উদ‌্যোগে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশরের তত্বাবধানে এসব সহায়তা প্রদান করা হয়।

এসময় ঘুমধুম ইউপি’র চেয়ারম‌্যান একেএম জাহাঙ্গীর আজিজ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) দেলোয়ার হোসেন, এসআই আল আমিন, ইউপি সদস‌্য দিল মোহাম্মদ, শফিকুল ইসলাম, মোঃ আলম, (মহিলা) আনোয়ারা  শিক্ষক ও গণমাধ‌্যম কর্মী সহ বিভিন্ন শ্রণীপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই থেকে টানা বর্ষণে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সহ বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়। প্রায় ৩শত পরিবার পানিবন্দীতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাইক্ষংছড়ি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে ক্ষতিগ্রস্তরা অন্তত পক্ষে কিছুটা এই দুর্যোগ সহায় হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন