চকরিয়ায় অগ্নিকাণ্ডে মালুমঘাট বাজার ৫দোকান পুড়ে ছাই: ৮লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি

fec-image

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১০ মার্চ) ভোর রাতে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ফজরের সময় মালুমঘাট বাজার এলাকায় ছৈয়দ সওদাগর মার্কেটের তৃতীয় তলায় আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। তবে ওই আগুনের সূত্রপাত কোথায় থেকে হয়েছে তা কেউ বলতে পারেনি।

এ অগ্নিকাণ্ডে মার্কেটের কাপড় ও মুদির দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিযন্ত্রণে আনলে আশপাশের বেশ কিছু দোকান বড় ধরণের অগ্নিকাণ্ডের কবল থেকে রক্ষা পাই।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকানদার রেজাউল জানান, আমার মুদির দোকানের প্রায় লাখ টাকার মালামাল ছিল। অগ্নিকাণ্ডে দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ ছাড়া পাশ্ববর্তী কাপড় দোকানদার জাফর ও বিভিন্ন ব্যবসায়ীর মালামাল পুড়ে অন্তত তিনলক্ষ টাকার ক্ষতি সাধন হয়।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: শওকত আলী জানান, মালুমঘাট স্টেশনের ছৈয়দ মার্কেটের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে ৫টি দোকান মালামালসহ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে দোকান মালিকদের আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আমি চকরিয়া ফায়ার সার্ভিস ও দমকল বাহিনীকে অগ্নিকাণ্ডের বিষয়ে খবর দিলে তারা দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, চকরিয়া, ফায়ার সার্ভিস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন