চকরিয়ায় কলেজ ছাত্রী অপহরণ চেষ্টার ঘটনায় তিনজন গ্রেপ্তার

fec-image

চকরিয়ায় কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়ায় মঙ্গলবার বিকালে ছুটি শেষে বাড়ি ফেরার পথে কলেজ ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় পুলিশ জড়িদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে থানা পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন-সিএনজি চালক উপজেলার কাকারা ইউনিয়নের বটতলী গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কবির হোসেন (৩৫), মাঝের ফাঁড়ি স্টেশন এলাকার বশির আহমদের ছেলে রাজমিস্ত্রী মিনার উদ্দিন জিকু (২৮) ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম মিনার (২৩)।

এদিকে অপহরণ চেষ্টার ঘটনায় আক্রান্ত ছাত্রীর বাবা মোজাম্মেল হক বাদী হয়ে বুধবার বিকেলে চকরিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু করেছেন। এজাহারনামীয় অপর আসামী আলী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এ কে এম শফিকুল আলম চৌধুরী বলেন, অপহরণ চেষ্টায় অটোরিক্সা থেকে কলেজছাত্রী শামশুন্নাহার মুন্নির লাফ দেওয়ার ঘটনায় জড়িত চারজনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দেয় বাবা মোজাম্মেল হক। তন্মধ্যে প্রধান আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীকেও গ্রেপ্তার করা হবে সহসা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার চকরিয়া সরকারি কলেজে ছুটি শেষে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা থেকে অটোরিক্সায় করে বাড়ি ফিরছিল পূর্ব কাকারা পাহাড়তলী গ্রামের মোজাম্মেল হকের কন্যা ও একাদশ প্রথমবর্ষের শিক্ষার্থী শামশুন্নাহার মুন্নি। কিন্তু পথিমধ্যে অটোর ভেতর থাকা বখাটেরা চালকের সহায়তায় ওই ছাত্রীকে প্রথমে উত্ত্যক্ত ও পরে অপহরণের চেষ্টা করলে অবস্থা বেগতিক দেখে ওই ছাত্রী চলন্ত অবস্থায় অটো থেকে লাফ দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর অটো ফেলে চালক ও যাত্রীবেশের বখাটেরা পালিয়ে যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার, পুলিশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন