চকরিয়ায় ৮ইউপির নব-নির্বাচিত ৯৬ সদস্যের শপথগ্রহণ

fec-image

কক্সবাজারের চকরিয়ায় উপজেলায় চতুর্থ দফায় অনুষ্ঠিত ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্যসহ ৯৬ জন নব-নির্বাচিত জনপ্রতিনিধি শপথ গ্রহণ করেছে।

মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুম ‘মোহনা’ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৮ ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি, উপজেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাসহ ৮ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মতে গত ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৪ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৭২ জন সাধারণ সদস্য নির্বাচিত হন। যেসব ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি (সদস্যরা) শপথ গ্রহণ করেছেন সেসব ইউনিয়ন গুলো হচ্ছে, চিরিংগা ইউনিয়ন, হারবাং ইউনিয়ন, বরইতলী ইউনিয়ন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন, বমুবিলছড়ি ইউনিয়ন, ফাঁসিয়াখালী ইউনিয়ন, ডুলাহাজারা ইউনিয়ন ও খুটাখালী ইউনিয়ন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন