চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অপসারণের দাবীতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন

Khagrachari Picture(01) 31-08-2016 copy

নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের জন্য  দায়ী করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসানের অপসারণ দাবীতে খাগড়াছড়িতে  বাংলাদেশ শিক্ষক সমিতি সাংবাদিক সম্মেলন করেছে। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আযোজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার নেতৃবৃন্দ এ দাবী জানান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক মো: রেজাউল করিম, এটিএম নেছার উল্লাহ, আতিক উল্লাহ ও মো: বেলাল হোসেন।

সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহাবুব হাসান দূর্নীতির আশ্রয় নিয়ে নিন্মমাণের ওএমআর ব্যবহার করার কারণে ২০১৬ সালের ১২ মে প্রকাশিত  এসএসসি পরীক্ষায়  ফলাফল বিপর্যয়ের কারণের পরবর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্দোলনের মুখে দ্বিতীয় দফা সংশোধনী ফলফলে ১৪ হাজার ১৫৮ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন ও নতুন করে ৮৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন