চাকসু নির্বাচনে লড়ছেন মানিকছড়ির দুই শিক্ষার্থী


আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিয়েছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুই কৃতি শিক্ষার্থী।
চাকসু সংসদ নির্বাচনে বিনির্মান শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ‘সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক’ পদে (ব্যালট নং-১৫) প্রতিদ্বন্দ্বিতা করছেন রানা কান্তি দাশ। তিনি নাট্যকলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং মানিকছড়ির রহমাননগর এলাকার বাসিন্দা। এছাড়াও তিনি মানিকছড়ি স্টুডেন্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক।
অন্যজন শাহজালাল হল সংসদের ‘ভিপি’ প্রার্থী মো. মামুনুর রশিদ (শুভ)। তিনি ‘সংঘবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে (ব্যালট নং-২) নির্বাচন করছেন। শুভ ২০২০-২১ সেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী। মামুনুর রশিদ মানিকছড়ির বাটনাতলী এলাকার বাসিন্দা এবং মানিকছড়ি স্টুডেন্ট ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন।