চার মাস পর কাউয়ারখোপ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান-সদস্যদের অভিষেক অনুষ্ঠান

ramu-pic-03-copy

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের অভিষেক ও দায়িত্ব গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নির্বাচনের প্রায় চার মাস পর বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, নবনির্বাচিত চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যকে সহযোগীতার হাত প্রসারিত করলে কাউয়ারখোপকে একটি আধুনিক মডেল ইউনিয়ন পরিণত করা সম্ভব হবে।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুউদ্দিন প্রিন্স, রামু উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, কবি এম সুলতান আহমদ মনিরী, আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবলীগ নেতা নবীউল হক আরকান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম সোহেল, মাষ্টার ওসমান গনি, মো: আবদুল্লাহ মেম্বার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাষ্টার আবদুল্লাহ ও জসিম উদ্দিন ভরসা।

অনুষ্ঠানে প্রথমে নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদ প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তাক আহমদসহ সকল ইউপি সদস্যকে ফুলে মালা পরিয়ে বরন করেন।  এদিকে আইনী ঝটিলতা কাঠিয়ে ৪ মাস পর অবশেষে বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ নেন কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সকল ইউপি সদস্য বৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আলী হোসেন, এডিসি কাজী আবদু রহমান ও রামু উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মো: নিকারুজ্জামান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন