চোখের ইশারায় ঘুরবে হেড লাইট

headlight-500x275

তথ্য প্রযুক্তি ডেস্ক:

প্রযুক্তির বিশ্বে রোজ কিছু না কিছু ঘটছে৷ ডেভেলপাররা রাতের পর রাত খেটে চলেছে নতুন সৃষ্টির নেশায়৷ কিছুদিন আগেই চালকবিহীন গাড়ি তৈরির পথে কয়েক ধাপ এগিয়েছিল ডেভেলপাররা৷ এবার হেড ল্যাম্প প্রযুক্তিরকে নয়া উচ্চতায় নিয়ে গেলেন তাঁরা৷

ইউরোপের জেনারেল মোটরস নামক একটি সংস্থা গাড়ির জন্য এমন একটি হেড ল্যাম্প তৈরি করছেন যা চলবে চালকের চোখের ইশারায়৷জেনারেল মোটরস ও ওপেল নামক সংস্থার যৌথ উদ্যোগে এই নয়া প্রযুক্তির হেড ল্যাম্প তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে৷

সংস্থার তরফে জানানো হয়েছে, গাড়ির চালকের আসনের সামনেই থাকবে একটি ক্যামেরা৷ যা চালকের চোখ ও নাকের মুভমেন্টের উপক নজর রাখবে৷ চালকের নাক বা চোখের মুভমেন্ট হলেই সেনসারের মাধ্যমে তা বার্তা পাঠাবে হেডল্যাম্পে৷বার্তা পেলেই হেড ল্যাম্পও দিক পরিবর্তন করবে৷ তবে সংস্থার তরফে জানানো হয়েছে, নয়া প্রযুক্তির হেড ল্যাম্পটি এখনই বাজারে আনা হচ্ছে না৷ বছর দুই পরে নয়া হেডলাইটকে বাজারে আনা হবে৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন