বান্দরবানে আড়াই কোটি টাকার উন্নয়ন কাজের উদ্ধোধন করলেন বীর বাহাদুর এমপি

Bandarban mp pic-21.3

স্টাফ রিপোর্টার:

বান্দরবান সদর উপজেলায় আটটি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার আটটি উন্নয়ন প্রকল্পের আড়াই কোটি টাকার কাজ উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈ হ্লা, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ক্যসাপ্রু মারমা, অংপ্রু ম্রোা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বীর বাহাদুর এমপি বলেছেন, কোন প্রতিবন্ধিকতা উন্নয়নের সচল চাকায় বাঁধা সৃষ্টি করতে পারবেনা। স্থানীয় জনগোষ্ঠীর সু-স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে পাড়ায় পাড়ায় কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। দেশ ও জাতীর উন্নয়নে শিক্ষার আলো ঘরে ঘরে ছড়িয়ে দিতে আরো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে।

টেকনিক্যাল স্কুল-কলেজের শিক্ষার্থীদের সুবিধার্থে ছাত্রাবাস এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন বীর বাহাদুর।

পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং শিক্ষা অধিদপ্তরের অর্থায়নে প্রকল্পগুলো হল, মেঘলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, সুয়ালক ম্রো আবাসিক বিদ্যালয়ের শিক্ষক ডরমিটরী ভবন নির্মাণ, টেকনিক্যাল স্কুল ও কলেজের ভবন নির্মাণ, আমতলী তঞ্চঙ্গ্যা পাড়া হতে ম্রো বাগান পর্যন্ত সড়ক নির্মাণ, মাঝেরপাড়া বৌদ্ধ বিহারের সাধনা ঘর নির্মাণ, রেইছা সিনিয়র পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ, আমতলী পাড়া জাদীতে উঠার সিড়ি নির্মাণ এবং স্বরলিপি শিল্পী গোষ্ঠীর ভবন নির্মাণ কাজ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন