ছাত্রদলের সাপছড়ি ইউনিয়ন কমিটি গঠিত:  সভাপতি সোহেল, সম্পাদক মহিন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটিতে ছাত্রদলের সাপছড়ি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সন্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

ছাত্রদলের এ কমিটিতে সভাপতি করা হয়েছে সাইদুল ইসলাম সোহেলকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মহিন উদ্দিনকে।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি  শিহাব উদ্দিন সাকু, যুগ্ম সম্পাদক মো. শাকিল এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শ্যামল চাকমাকে।

এদিকে কমিটি গঠনের আগে দলীয় কার্যালয়ে প্রথম অধিবেশনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক  জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার।

সভায় প্রধান অতিথি ছিলেন- জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। সন্মেলনের উদ্বোধক ছিলেন- রাঙামাটি সদর থানা ছাত্রদলের সভাপতি তারেক আহম্মেদ।

সন্মেলনে সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজরুল ইসলামের সঞ্চালনায়  বিশেষ বক্তা ছিলেন- জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. মোরশেদুল ইসলাম, এমদাদুল হক মানিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রণি, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন সাকু।

সন্মেলনে স্বাগত বক্তব্য রাখেন- সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান জুয়েল।

এসময় সদর থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বশর আজম, মো. শাহজাদাসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্মেলনের সভায় বক্তারা বলেন- আ’লীগ সরকার গায়ের জোরে দেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজেদের মতো সবকিছু করার চেষ্টা করছে। কিন্তু বাংলার আপামর জনসাধাধারণের কাছে তাদের মুখোশ খুলে গেছে। দেশের মানুষ তাদের আর ক্ষমতায় চাই না। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা সারাদেশের মানুষের সাথে একাত্ব ঘোষণা করেছে এবং এ জুলুম সরকারের সকল অন্যায়ের বিরুদ্ধে তীব্র আন্দোলনসহ আগামী সংসদীয় নির্বাচনে বিএনপি  বিপুল ভোটে জয়ী হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।

এদিকে ছাত্রদলের এক কর্মীকে স্নাতক সন্মান শ্রেণীর এক সেট বই বিতরণ করেন রাঙামাটি সদর থানা  ছাত্রদলের সভাপতি তারেক আহম্মেদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন