জনকল্যাণে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে

রামু প্রতিনিধি:

কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, জনকল্যাণে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের আন্তরিকভাবে কাজ করতে হবে। সরকারি সকল উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং স্বচ্ছতার সাথে সম্পন্ন করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সবাইকে আন্তরিক ভুমিকা পালন করতে হবে। সরকারি উন্নয়ন কাজে অনিয়ম হলে কাউকে ছাড় দেয়া হবে না। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারিরা সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী সফলতার সাথে বাংলাদেশকে উন্নয়নে এগিয়ে নিতে পারছেন। এ সফলতার পাশাপাশি অতীতের ভুলক্রটি সংশোধন করে এ এগিয়ে যাওয়াকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যেতে হবে।

রামু উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে এমপি কমল বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে কুচক্রীমহল ও সন্ত্রাসীরা আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে, এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আইন শৃঙ্খলার আরো উন্নতি করতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

২৮ জানুয়ারি (সোমবার) সকাল ১১টায় রামু উপজেলা আইন-শৃঙ্খলা, মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কমল এসব কথা বলেন। পৃথক সভায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সাধারণ জনগণের প্রতি ভাল আচরণ করার আহবান জানিয়ে সরকারি খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনা, রামু সরকারি কলেজে শিক্ষার মান আরো বৃদ্ধি, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া বিষয়ে ব্যাপক আলোচনা করেন।

তিনি বলেন, রামু উপজেলার চলমান উন্নয়ন কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। অন্যতায় ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি বাতিল করা ছাড়া আর কোন পথ থাকবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৯ ফেব্রুয়ারি এলজিইডিসহ উন্নয়ন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে পুনরায় সভা করার কথা বলেন।

পিআইও অফিসের এরশাদ নামের এক কর্মচারী সাবেক পিআইও জুবায়ের হাসানের জোগসাজসে বিভিন্ন প্রকল্পের প্রায় ২০ লক্ষ টাকা নিয়ে উধাও হওয়ার কথা সভায় উপস্থাপন হলে দায়িদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত হয়। এছাড়া রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ভবনের কাজ জুন মাসের মধ্যে সম্পন্ন করা, হাসপাতালে চিকিৎসক ও মাঠকর্মচারি সংকট, বিদ্যুতের উন্নয়ন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল উপকারভোগিদের নিয়ে আগামী মাসে মিলনমেলা করা, খাসজমি বন্দোবস্ত, সমাজসেবাকে ডিজিটালাইস্ট করা, রামুতে বয়স্ক আনন্দ কেন্দ্র করা, রামুতে আরো দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর এবং কাউয়ারখোপের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুবেদার নুর আহমদ ও মনির আহমদ এবং দক্ষিন মিঠাছড়ির ইউপি চেয়ারম্যান পুত্র মরহুম মো. জিশান, ফতেখাঁরকুলের বাসিন্দা, সাবেক ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন রাসেল এর নামে সড়ক ও চত্বর করার প্রস্তাব গৃহিত হয়।

রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমানের পৃথক সভাপতিত্ব অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন রামু উপজেলার সহকারী কমিশনার (ভুমি) চাই থোয়াইহ্লা চৌধুরী, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর, ওসি (তদন্ত) এসএম মিজানুর রহমান, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াছমিন,

চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো, দক্ষিন মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুচ ভুট্টো,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ উল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন