জুম চাষী মা-বাবা কি পারবে আমার লেখা-পড়ার খরচ দিতে- জিপিএ ৫ পাওয়া নিলি চাকমা

10401383_638962282866977_5654087197933721986_n

মোঃ আল আমিন:

রাঙ্গামাটির সাজেক থানা। দুর্গম ও প্রত্যন্ত বলে পরিচিত। শিক্ষা-যোগাযোগসহ অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই সাজেক থেকে এবার ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় প্রথম জিপিএ ৫ পেয়েছে নিলি চাকমা।

নিলি চাকমা সাজেকের দক্ষিণ নন্দরাম গ্রামের অনিল কুমার চাকমার মেয়ে। সে বাঘাইহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। নিলি চাকমা বলেন, জুম চাষী আমার মা-বাবা কি পারবে আমার লেখা-পড়ার খরচ দিতে? তারপরও খাগড়াছড়ি সরকারী মহিলা ও খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে ভর্তির আবেদন ফরম নিয়েছেন। এই দুই কলেজের মধ্যে একটি কলেজে পড়ার ইচ্ছা আছে তার। সে হতে চাই একজন উচ্চ শিক্ষিত নারী কিন্তু সে কি পারবে লেখা-পড়া করতে এমনি প্রশ্ন ঘুরপাক কাছে তার মনে!

বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাক্যবোধি চাকমা বলেন, এবার তাদের স্কুল থেকে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাশ করেছে। তার মধ্যে নিলিই একমাত্র জিপিএ ৫ পেয়েছে। তার পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ায় বিদ্যালয়ে নিলিকে বিনা বেতনে পড়ানো হয়েছিল। শাক্যবোধি বলেন, সে সুযোগ পেলে পড়াশুনায় ভবিষ্যতে ভাল করবে।

নিলির বাবা অনিল কুমার চাকমা বলেন, তাদের ৮ সন্তানের ৫ম সন্তান হলো নিলি। মেয়ের ইচ্ছা অনুযায়ী নিলিকে খাগড়াছড়িতে ভর্তি করানোর চিন্তা ভাবনা করছেন। তবে জুম চাষ করে কিভাবে জেলা শহরে মেয়ের খরচ জোগাবেন তা নিয়ে তারা এখনো চিন্তায় আছেন।

এদিকে, স্থানীয় পাহাড়ীরা জিপিএ ৫ না বুঝলেও পরীক্ষায় ভাল ফলাফল করে এলাকার সুনাম এনেছে নিলি এটাই বুঝে সাজেকবাসী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন