জুরাছড়ি জোন কর্তৃক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

fec-image

পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটি রিজিয়নের অধীন জুরাছড়ি সেনাজোন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।

রবিবার (৫ ফেব্রুয়ারি) জুরাছড়ি জোনের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জোন কমান্ডার।

এছাড়াও স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমা, বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঘবর্ণ চাকমা, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টটর মো. মরশেদুল আলমসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন কলেজ ও স্কুলে ভর্তির জন্য ১৪ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার বলেন, জুরাছড়ি জোন সবসময় মানুষের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। দরিদ্র শিক্ষার্থীদের আজকে যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এরকম সহায়তা করার জন্য জুরাছড়ি জোন সবসময় প্রস্তুত রয়েছে। ভবিষ্যতেও এধরণের আর্থিক সহায়তার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জুরাছড়ি, শিক্ষার্থী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন