জেনে নিন চুলে রঙ দিলে যে সব মারাত্মক ক্ষতি হয়

লাইফস্টাইল ডেস্ক:

তারুণ্যকে ধরে রাখতে কে না চায়। যদিওবা সেটা সম্ভব না। তবুও প্রত্যেকেই তার সাধ্যানুযায়ী চেষ্টা করে থাকেন নিজের বয়স বৃদ্ধির প্রভাব টাকে ঢেকে রাখার জন্য। মানুষের সৌন্দর্যের অনেকটা জায়গা দখল করে আছে চুল। বয়সকে ঢেকে রাখবার জন্য কিংবা ফ্যাশন করার উদ্দেশ্যেই হোক চুল রঙ করে থাকেন অনেকেই। অনেকে আবার কালো চুল থাকলেও ফ্যাশনের উদ্দেশ্যে চুল রঙ করে থাকেন।

আমরা চুল রঙ করে নিজের অজান্তেই অনেক বড় ধরনের ক্ষতির শিকার হচ্ছি। অনেকে জানেন চুল রঙ করলে ক্ষতি। এর পরেও চুল রঙ করেন কারণ, ধীরে ধীরে হলেও ক্ষতিটা যে কতো বড় তা অনেকেই অনুমান করতে পারেন না। আমাদের অনেকেরই  বিভিন্ন রোগ দেখা দেয়। আমরা হয়ত জানিনা সব রোগের কারণ কি। আসুন আমরা এবার জেনে নেই চুলে রঙ দিলে বা কালার করলে আমাদের শরীরে কোন ধরনের ক্ষতি হতে পারে।

চুলের রঙে অক্সিডাইজিং এজেন্ট হাইড্রোজেন পার অক্সাইড এবং অ্যালকাইজিং এজেন্ট অ্যামোনিয়া ব্যবহার করা হয়— যা একটি কেমিক্যাল রি-অ্যাকশনের মাধ্যমে চুলের আসল রঙকে হালকা করে এবং ব্যবহৃত চুলের রঙের পিগমেন্টকে চুলের শ্যাফটের ভেতরে ঢুকতে সাহায্য করে।

আমেরিকান ক্যান্সার সোসাইটির তথ্য অনুযায়ী, চুলের রঙে এমন কিছু রাসায়নিক উপাদান থাকে যা চুলের মাধ্যমে ত্বকে ভেদ করে শরীরের ভিতরে প্রবেশ করে। যাতে মানুষের বিভিন্ন অঙ্গের ক্যান্সার (যেমন- লিউকেমিয়া, নন-হজকিন্স লিম্ফোমা, ব্লাডার ক্যান্সার, মাল্টিপল মায়েলোমা) হতে পারে। চুলের রঙে থাকে প্যারাফিনাইলেনেডিয়ামিন নামক রাসায়নিক উপাদান যা ত্বকে বিভিন্ন স্থানে রঙ পরিবর্তন করে, ফুসকুড়ি, তীব্র চুলকানি ইত্যাদি হতে পারে।

এছাড়া চুলের রঙের উপাদান যাদের হাঁপানি নেই তাদেরও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা করে। চুলে রঙ ব্যবহার করলে চুলের প্রকৃত রঙ নষ্ট হয়ে যায়, চুলের স্বাস্থ্যের ক্ষতি হয়, চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলে প্রয়োজন ছাড়া রঙ ব্যবহার না করা ভাল। আর চুলে রঙ ব্যবহার করলে তা বেশিক্ষণ চুলে লাগিয়ে রাখা যাবে না এবং চুলের রঙ চুলের গোঁড়ায় যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। ভাল মানের অ্যামোনিয়া ফ্রি রঙ ব্যবহার করতে হবে। এতে চুলের কম ক্ষতি হয়। ঘন ঘন রঙ ব্যবহার না করে অনেক দিন পর পর ব্যবহার করতে হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *