টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

fec-image

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত ও দু্ইজন আহত হয়েছে। আহতরা হচ্ছেন, শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। তারা দুজন একই শিবিরের বাসিন্দা।

শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী শিবিরে এইচ ব্লকে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

টেকনাফ নয়াপাড়া শরনার্থী শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল বলেন, ‘রাতে নয়াপাড়া শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশংজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নয়াপাড়া শরণার্থী শিবিরের মাঝি মোস্তফা কামাল বলেন, ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পের লোকজন আতংকের মধ্যে রয়েছে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন