টেকনাফে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে দিল জনগণ

Teknaf Pic-29-05-14(1)

টেকনাফ সংবাদদাতা:

টেকনাফে পাচারকালে জনগন ৩ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। অপরদিকে পৃথক ঘটনায় টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের পাসপোর্টধারী মোঃ রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।  

 

জানা যায়, ২৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে টেকনাফের হ্নীলা আলীখালী সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার হতে ইয়াবার চালান পাচারকালে স্থানীয় রাখাল ও জনতা ধাওয়া করে ব্যবসায়ীদের ফেলে যাওয়া একটি চালান উদ্ধার করে।

পরে উদ্ধারকারী লোকজন এই চালানটি সাবেক মহিলা মেম্বার খদিজাতুল কোবরার নিকট নিয়ে আসে। সে টেকনাফ থানা পুলিশকে এ বিষয়ে অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রঙ্গিখালী লামার পাড়ার রাখাল মমতাজ আহমদের ছেলে নুর মোহাম্মদের সাথে কথা বললে এই চালানটি একই এলাকার আবু শামার ছেলে আয়ুব আলীসহ ২ সহযোগীর বলে জানায়। এতে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে জানায় পুলিশ।

এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে টেকনাফ থানার সেকেন্ড অফিসার এসআই কামরুল আজম জানান। এ ঘটনায় পাচারকারী ও ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

এদিকে পৃথক ঘটনায় টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের পাসপোর্টধারী মোঃ রশিদ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। সে মিয়ানমারের মংডু থানার সুদার পাড়ার মৃত নুর মোহাম্মদের ছেলে।

টেকনাফ সদর ব্ওিপির সুবেদার মোঃ জাকারিয়া জানান, ২৯ মে বৃহস্পতিবার দুপুরে টেকনাফের বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট ঘাটে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারের পাসপোর্টধারী (নং- ১৭৪২১) ব্যক্তি মোঃ রশিদকে তল্লাশী চালিয়ে ১ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় নিষিদ্ধ মাদক ইয়াবা বহনের দায়ে তাকে আটক করা হয়।  তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে সংশিষ্ট ধারায় মামলা রুজু করেছে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইয়াবা, ইয়াবা উদ্ধার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন