টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক ২

fec-image

টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ও ইয়াবা সহ দু’জন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ক্যাম্প ২২ এর রশিদ আহমদের পুত্র আরকান(১৯) ও মৃত নুর আলমের পুত্র মহিবুল্লাহ(৩৭) কে আটক করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার করার গোপন সংবাদ পেয়ে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের এপিবিএন সদস্যরা অভিযানে যায়।

অভিযান পরিচালনাকালে ভোর রাতের দিকে বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে রোহিঙ্গা দু’জন কে আটক করা হয়।
আটকের পর তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতরা হল, ক্যাম্প ২২ এর রশিদ আহমদের পুত্র আরকান(১৯) ও মৃত নুর আলমের পুত্র মহিবুল্লাহ(৩৭)।

তিনি আরও জানান, ধৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন