টেকনাফে ৫ বিদেশীসহ ৭ জনকে আটক করেছে বিজিবি

আটক9_113690_121433

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণকালে পাঁচ বিদেশীসহ ৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ৪ জুলাই ভোররাতে উপজেলার লেদা আনরেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, মো: শফিউল্লাহ(৪২) জামিল তাহের(৩৯), বাই ওয়েন (৪০), মা চাই ইউমিন (৩৮), মা ইউইন(৩৪), শেলি (২৫), ইহা মিন গো(৩৭)। আটককৃতরা চীন ও বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।

এসময় তাদের কাছে থাকা বাংলাদেশী ১৫ লাখ ৮৪ হাজার ৮০৬ টাকা, ১হাজার ৯’শ মার্কিন ডলার, ২হাজার ৬’শ ২৫ চায়না টাকা, ৭টি মোবাইল সেট, ৪টি পাসপোর্ট, ১৬টি ক্রেডিট কার্ড, ৩টি ভয়েস রেকর্ডার, ৩টি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বিদেশী নাগরিক কর্তৃক রোহিঙ্গাদের মাঝে নগদ টাকা বিতরণ চলছে।

এসময় লেদা ক্যাম্পে অভিযান চালিয়ে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন