তফসীল ঘোষণার পর খাগড়াছড়ির রাজপথ উত্তপ্ত : শহরে বিএনপি, শিবির ও আ’লীগের মিছিল

Untitled-2

মো: আবুল কাসেম, খাগড়াছড়ি থেকে : 

বর্তমান সরকারের অধীনে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের লক্ষে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ ও তফসীল ঘোষণার পর পর খাগড়াছড়ির রাজপথ উত্তপ্ত হয়ে পড়েছে। রাজপথে নেমে এসেছে বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের হাজার হাজার বিক্ষুব্ধ নেতাকর্মী । তফসীল ঘোষণার পর পর রাস্তা অবরোধ, ভাংচুর, পুলিশী বাঁধা, দাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ নেতাকর্মী ভাংচুর করেছে ৫-৬টি অটোরিকশা ও ১০-১৫টি রাস্তার সীমানা পিলার। বিক্ষুব্ধ জনতার তান্ডবে খাগড়াছড়ি শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছে খাগড়াছড়ির আদালত সড়ক।

অপরদিকে, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাত ৮টায় কলেজ রোডস্থ এলাকায় কড়া পুলিশী নিরাপত্তায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ শেষে নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সিইসি’র ভাষণের পর পর রাত পোনে আটার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সিনি: সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা নেতৃত্বে পৌর শহরে হাজার হাজার নেতাকর্মী নেমে পড়ে শহরে বিক্ষোভ মিছিল করে। এছাড়া ইসলামী ছাত্র শিবিরের শতাধিক নেতাকর্মী এ মিছিলে যোগ দেয়। মিছিল চলাকালীন অবস্থায় বিক্ষোভকারীরা শাপলা চত্বর এলাকায় অবস্থানরত ৫-৬টি অটোরিকশায় ভাংচুর চালায় ও খাগড়াছড়ি পৌরসভার দেয়া আদালত সড়কস্থ সওজ রাস্তার ১০-১৫টি সীমানা পিলার ভাংচুর চালিয়ে রাস্তার অবরোধ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত সড়কস্থ সীমানা পিলারগুলো রাস্তার মধ্যে পড়ে রয়েছে। রাস্তায় ভাংচুরকৃত পিলার পড়ে থাকায় উক্ত সড়কে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।

বিএনপি’র বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি’র দলীয় কার্যালয় হতে বের হলে শাপলা চত্বরে পুলিশী বাঁধায় পড়ে এবং ভাঙ্গাব্রীজ এলাকায় পুলিশী বাঁধা পড়লে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সবুজসহ বিএনপি সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। কেন্দ্রীয় কর্মসূচি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি জেলা বিএনপি সফলভাবে বাস্তবায়নে প্রস্তুত রয়েছে।

এদিকে এই পরিস্থিতির কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন