তামিমের উইকেট হারিয়ে দিন শুরু

tamim-imrul
খেলা ডেস্ক:
বিশাল রানের পাহাড়ে চাপা পড়ে বলতে গেলে দিশেহারা মুশফিকুর রহিমের দল। তৃতীয় দিন শেষেই পাকিস্তানের চেয়ে ৪৮৭ রান পিছিয়ে বাংলাদেশ। জিততে হলে রীতিমত অসাধ্য সাধন করতে হবে। সে প্রত্যয় তৃতীয় দিন বিকালেই দেখিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু চতুর্থ দিন শুরুতেই তাসের ঘরের মত ভেঙ্গে পড়তে শুরু করলো টাইগারদের ব্যাটিং লাইন।

তৃতীয় দিনের সঙ্গে আজ সকালে মাত্র ২৩ রান যোগ করেই আউট হয়ে গেলেন তামিম ইকবাল। পাকিস্তানি পেসার ইমরান খানের বল খেলতে গিয়ে ঠিকভাবে ব্যাটেই লাগাতে পারেননি। কানায় লাগিয়ে উইকেটের পেছনে তুলে দিলেন সরফরাজ আহমেদের হাতে। ৬৭ বলে থেমে গেল তামিমের ৪২ রানের ইনিংস।

আশা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের ওপর। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর পাকিস্তান সিরিজে তার কাছ থেকে ভালো কিছুরই প্রত্যাশা ছিল। কিন্তু পুরো সিরিজেই যেভাবে ব্যর্থতার পরিচয় দিলেন, তা রীতিমত অবিশ্বাস্য। শেষ পর্যন্ত পাকিস্তান সিরিজের শেষ ইনিংসেই কিছু করে দেখানোর সুযোগ ছিল তার সামনে।

কিন্তু ৮৬ রানে ২ উইকেট পড়ার পর রিয়াদ মাঠে নেমে কোন দায়িত্বশীলতাই দেখালেন না। টেস্ট ম্যাচ আর ওয়ানডি কিংবা টি২০’র কোন পার্থক্যই তার কাছে যেন নেই। প্রতিটি বলেই খেলতে হবে। এমন কি, ভালো বল, খারাপ বল যাছাই করারই যেন কোন মানসিকতা তার মধ্যে নেই। যে কারণে মাত্র ২ রান করেই ইমরান খানের বলে খোঁচা দিতে গিয়ে স্লিপে ইউনিস খানের হাতে ক্যাচ দিলেন রিয়াদ।

এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০০। ক্রিজে রয়েছেন মুমিনুল হক ৩৫ এবং সাকিব আল হাসান ৪ রানে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন