তারেক রহমানের কারামুক্তি দিবসে খাগড়াছড়িতে আলোচনাসভা

সিনিয়র স্টাফ রিপোর্টার :

নানা কর্মসূচীর মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র আবু ইউসুফ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মিল্লাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো: মাহবুবুর আলম সবুজ, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো: ইব্রাহীম খলিলসহ জেলা, উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ভীত হয়ে সরকার তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছে। তারেক রহমান এ দেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছেন উল্লেখ করে তারা বলেন, কোন ষড়যন্ত্রই তারেক রহমানের দেশে ফেরা বন্ধ করতে পারবেনা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে আসবেন।

নেতাকর্মীদের প্রস্তুত হবার আহবান জানিয়ে তারা বলেন, ‘দেশ এখন ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রে পরিণত করে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে ফেলেছে সরকার। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।’

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মংসাথোয়াই চৌধুরী, সহ-সাংগঠনিক এমএন আবছার, যুব বিষয়ক সম্পাদক আইয়ুব খান, সহ-দপ্তর সম্পাদক মো: আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি অনিমেষ দেওয়ান নন্দিত, খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দূর রব রাজা, জেলা যুবদলের সভাপতি দাউদুল ইসলাম ভূইয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: শাহ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো: জয়নাল পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজী, বাস্তুহারা দলের সভাপতি মো: আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন