থানচিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী 

fec-image

বান্দরবানে থানচিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে থানচি থানা পুলিশের নব নির্মিত বহুতল ভবন প্রাঙ্গনের বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হয়েছে ।

থানচি থানা আয়োজনে মঙ্গলবার (৭ জুলাই) এই বৃক্ষরোপণ কর্মসূচী শুভ উদ্ভোধন করেন থানায় অফিসার ইনচার্জ মো. সাইফুউদ্দিন আনোয়া।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি থানচি থানাকে একটি মডেল থানা রুপান্তর করার লক্ষ্যে ২০১৮-২০ সালে বান্দরবানে গনপূর্ত বিভাগের(পিডব্লিউডি) অর্থায়নের প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ের থানচি থানাটি ৪তলা বিশিষ্ট ভবন নির্মান করেন।

ভবনটি ঠিকাদার সংস্থা নির্মান কাজ জুন ২০২০ সালে সমাপ্ত করা হয়। ভবনের প্রঙ্গনের চারপাশে নতুন মাটি হওয়া সেখানে বর্তমান অফিসার ইনচার্জ ও কয়েকজন এসআই সমন্বয়ের বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বান্দরবান জেলা হতে এক হাজার বিভিন্ন জাতের চারা আনা হয় ।

এক হাজার চারা মধ্যে মেহেগুনি, সুপারী, জাম, আম, কাঠাল, চম্পা ফুল ইত্যাদি আছে।

এ সময় অফিসার ইনচার্জ ছাড়াও ওসি তদন্ত মোহাম্মদ শামীম শেখ সেকেন্ড অফিসার এসআই মো. মোশারফ হোসেন, এসআই অনুপ কুমার দে, এসআই সাইফ উদ্দিন শওন উপস্থিত ছিলেন ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: থানচি, বঙ্গবন্ধু, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন