দীঘিনালার কবাখালী বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালা উপজেলার কবাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল বারেক এবং সাধারণ সম্পাদক পদে মো. নুর হোসেন নির্বাচিত হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে  জানা যায়, সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে মো. আবদুর রউফ ৪০ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মো. আবদুল বারেক (ছাতা) ১শত ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে মো. নুরুন্নবী মজুমদার দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৬৩ ভোট পেয়েছেন অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  মো. সিরাজুল ইসলাম হরিণ প্রতীক নিয়ে ১শত ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে মো. জসিম মজুমদার প্রজাপতি প্রতীক নিয়ে ৮৩ ভোট পেয়েছেন অন্যদিকে কলসি প্রতীক নিয়ে মো. নুর হোসেন ১শত ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ০২ মার্চ মনোনয়নপত্র ক্রয়ের শেষ তারিখে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আল আমিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুর রহিম, কোষাদক্ষ পদে মো. বাচ্চু মিয়া, দফতর সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুল আলিম,  সদস্য পদে মো. কাজল মিয়া, মো. আবদুস সাত্তার এবং আতিকুর রহমান।

এব্যাপারে কবাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে থাকা ১নং কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান জানান, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট  ২২৫ ভোটারের মধ্যে ২১৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন।

এব্যাপারে কবাখালী বাজার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আবু হানিফ জানান, একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পেরে সকলের নিকট কৃতজ্ঞ। খুব শীঘ্রই তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন