দীঘিনালায় আনসার সদস্যের গুলিতে আনসার নায়েক নিহত

ameer

শাহজাহান কবির সাজু:
খাগড়াছড়ির দীঘিনালা জোন সংলগ্ন চৌধুরী ক্যাম্পে হিল আনসার নায়ক মো.আমির হোসেন (৫০) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় ক্যাম্পের অপর আনসার সদস্য মো. রফিক (৩৫) নায়েক আমির হোসেনকে গুলি করে অস্ত্রসহ পালিয়ে যায়। আমির হোসেন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

killer

জানা যায়, নিহত নায়েক আমির হোসেন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামের রজ্জব আলীর ছেলে এবং ঘাতক আনসার সদস্য মো. রফিক পানছড়ি উপজেলা লোগাং ইউপির লোগাং বাজারের মঙ্গল মিয়ার ছেলে বর্তমানে সে জেলার মাটিরাঙ্গা উপজেলার বলিটিলা গ্রামের বাসিন্দা। কি কারণে নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

ক্যাম্পে দায়িত্ব থাকা প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ তারা গুলি আওয়াজ শুনতে পায়। সবাই দৌড়ে গিয়ে নায়েক আমির হোসেনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে। ঘটনার পর পরই ঘাতক রফিক প্রায় নব্বই রাউন্ড গুলিসহ অস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে জানা যায়।

দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হিল আনসার সদস্য রফিককে গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন