দুর্গম পাহাড়ি জনপদে ছুটে গেল মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল

fec-image

হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবা দিতে দুর্র্গম পাহাড়ি জনপদ তৈকাতাংয়ে ছুটে গেছেন মাটিরাঙ্গা জোনের চিকিৎসক দল।

শনিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দুর্গম ও প্রত্যন্ত জনপদ হরিপুর্ণ কার্বারী পাড়া ও তৈকাতাং হেডম্যান পাড়া এলাকার প্রায় ১৫-২০টি শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন ঐ মেডিকেল দল।

জোন এলাকার নিয়মিত টহল দলের সেনা সদস্যরা স্থানীয়দের মাধ্যমে হামে আক্রান্তদের খবর পেলে দ্রুত মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নাজমুস সাকিব ও মাটিরাঙ্গা হাসপাতালের চিকিৎসক ডা. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল দল আক্রান্ত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

এ সময় মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর তরফ থেকে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাসকে আক্রান্ত এলাকার পরিস্থিতি জানালে তিনি চিকিৎসা সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

এ সময় সেনাবাহিনী হাম আক্রান্ত রোগীসহ করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় মেম্বার মলেন্দ্র লাল ত্রিপুরা জানান, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনী চিকিৎসা ক্যাম্পেইন করে চিকিৎসা প্রদানের ফলে দুর্গম পাহাড়ি এলাকায় সাধারণ মানুষ খুবই উপকৃত হয়েছে ।

এ বিষয়ে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নাজমুস সাকিব জানান , হামে আক্রান্ত ঐ এলাকার মানুষের মধ্যে টিকা দেওয়া নিয়ে সচেতনতা নেই। ফলে হামসহ নানা অপুষ্টি জনিত রোগে আক্রান্ত শিশুদের আমরা চিকিৎসা দিয়েছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, সেনাবাহিনী, হাম
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন