দুর্গম পাহাড়ি পল্লীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা

2

গুইমারা প্রতিনিধি :

খাগড়াছড়ি’র নবসৃষ্ট গুইমারা উপজেলার প্রত্যন্ত সিন্দুকছড়ি ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চল ডেবলছড়ি মুখপাড়া। চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠির মানুষেরা মিলে এ জনপদে বসবাস। প্রায় আড়াই হাজার লোকের বসতি এখােনে।

জনশ্রুতি আছে, অতি দুর্গম হওয়ায় অদ্যবধি এ জনপদে উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তার পা পড়েনি। এখানে শিক্ষার হার অতি নগণ্য। তাই পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে এগিয়ে নিতে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে পায়ে হেঁটে উঁচু নিচু পাহাড় অতিক্রম করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গেলে স্থানীয়রা উচ্ছ্বসিত হয়ে পড়েন।

ডেবলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সাথে বসে ক্লাসে অংশ নেন। একই সময় কৃর্তী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এসময় সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, উপজেলা প্রেস ক্লাব গুইমারা’র উপদেষ্টা মুহাম্মদ আবদুল আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন