দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিতারিত করা হবে: আইজিপি জাবেদ পাটোয়ারী

fec-image

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন। এই অঙ্গীকারে অটল থেকেই পুলিশ প্রতিনিয়ত দমন করার চেষ্টা করছে। এই অঙ্গীকারের মাধ্যমে বাংলাদেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিতারিত করা হবে।

বুধবার (৪ মার্চ) বিকেলে রাঙ্গামাটি জেলা নিউ পুলিশ লাইন্স (সুখীনীলগঞ্জ) মাঠে জেলা পুলিশ এর আয়োজনে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই শ্লোগানকে সামনে রেখে বার্ষিক পুলিশ সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সমাবেশে রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীর, পিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম।

এছাড়াও অনুষ্ঠানে সামরিক ও বেসামরিকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন