নতুন নিয়মে টুইটারে কাউকে ‘ব্লক’ করা যাবে না

fec-image

মালিকানা বদলের পর থেকে টুইটারে বিভিন্ন ধরনের পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। সাম্প্রতিক যে পরিবর্তন নিয়ে এসেছেন তাতে ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছে অনেকেই। এখন ‘এক্স’ নামে পরিচিত মাইক্রো ব্লগিং সাইটে কাউকে ‘ব্লক’ করার সুবিধা বাতিল করা হচ্ছে বলে ঘোষণা করেছেন ইলন মাস্ক।

টুইটারে যারা সক্রিয় থাকে, এমন ঘোষণার পর তারা বেশ বিরক্ত হয়েছে। তবে ইলন মাস্ক জানিয়েছেন, ব্লক করার সুযোগ রাখার কোনো যৌক্তিকতা নেই।

অনেকের মতে, ব্লক ফিচার তুলে দিলে সমাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে। কটূক্তি, কুরুচিকর মন্তব্য, নানা ধরনের অসামাজিক পোস্টের আধিক্য বাড়বে। যাদের পোস্ট দেখতে চায় না অথবা নিজের পোস্টে অন্য কারো অংশগ্রহণ না চাইলে ওই প্রোফাইলগুলো ব্লক করে দেয়াই উত্তম। কিন্তু মাস্কের সাম্প্রতিক ঘোষণায় ওই সুবিধা যে আর থাকছে না, তা স্পষ্ট।

শুধু টুইটার বলে তো নয়, সকল সামাজিক যোগাযোগমাধ্যমে অবাঞ্ছিত আনাগোনা ঠেকাতে এই ব্লক করার সুবিধা রাখা হয়েছে। অহেতুক বিরক্তির হাত থেকে বাঁচতে অপছন্দের ব্লক করে দেয়া সবচেয়ে সহজ পথ। তবে এখন থেকে টুইটারে ওই সুযোগ থাকছে না। তবে ব্লক করার সুযোগ না থাকলেও ‘মিউট’ করে দেয়া যাবে। অর্থাৎ, আপনি যদি কারো পোস্ট দেখতে না চান, সে ক্ষেত্রে তাকে মিউট করে রাখতে পারেন টুইটারে। যে প্রোফাইলটি মিউট করবেন, ওই প্রোফাইলের কোনো পোস্টের নোটিফিকেশন আসবে না। তবে টাইমলাইনে থেকে যাবে। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টুইটার, ব্লক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন