নতুন বই পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা খুশীতে মেতেছে

Mahalchari Free book news 2 copy

মহালছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি’র মহালছড়ি উপজেলায় বিভিন্ন স্কুলে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। নতুন বছরে বিনামূল্যে পাঠ্যবই হাতে পেয়ে ছোট ছোট ছেলে-মেয়েরা খুশীতে মেতে উঠেছে।

১ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় বিনামূল্যে পাঠ্যবই বিতরণ উৎসব মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রতন কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা।

বিশেষ অতিথি ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার শেখ ফরিদ আহামেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী, মহালছড়ি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রনব চাকমা, উপজেলা রিসোর্ট সেন্টার এর কর্মকর্তা জসিম উদ্দিন, মহালছড়ি কলেজের প্রভাষক আসাদুজ্জামান ও মহালছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। এদিকে আরো সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়, সিঙ্গিনালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি এপিবিএন স্কুল সহ বিভিন্ন স্কুলে বই বিতরণ উৎসব একই সময়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা সরকারের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী উদ্যেগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অনস্বীকার্য। নতুন বছরের প্রথম দিনেই বিনামূল্যে পাঠ্যবই হাতে পেয়ে কোমল মতি ছেলে-মেয়েদের লেখা-পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। সরকারের এই মহতি উদ্যেগকে কাজে লাগানোর জন্য সকলের প্রতি আহবান জানান বক্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন