নাইক্ষ্যংছড়িতে ইউএনডিপির উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

fec-image

নাইক্ষ্যংছড়ি উপজেলায় করোনা প্রার্দুভাবের কারণে কর্মহীন হয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির নিম্নবিত্তদের মাঝে ইউএনডিপি,র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী(ইউএনডিপি) এর অর্থায়নে নাইক্ষ্যংছড়ি উপজেলার ১নং সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ বিতরণ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্মবিত্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার, ইউএনডিপি জেলা দায়িত্বরত কর্মকর্তা খুশি রায় ত্রিপুরা, কামাল উদ্দীনসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ইউপি সদস্যরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনডিপির জেলা প্রতিনিধি এডভোকেট খুশিরায় ত্রিপুরা জানান
ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় নর-নারীর মাঝে উক্ত ত্রাণ বিতরণ বিতরণ করা হবে।

উদ্বোধনের দিনে ১নং সদর ইউনিয়নের ১ হাজার ৯শত ৮৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

আগামী ৩১ আগস্ট সোনাইছড়ি, ১সেপ্টাম্বর উপজেলা মুক্তমঞ্চ চত্বর, ২ সেপ্টম্বার দৌছড়ি, ৩ সেপ্টাম্বর বাইশারী ও ৪ সেপ্টাম্বর ঘুমধুম ইউনিয়নে যথাক্রমে ৭ হাজার ২শত ৭৫ জন পরিবারে ত্রাণ বিতরণ করার কথা রয়েছে ইউএনডিপির।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউএনডিপি, করোনা, নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন