নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে ডাকাতের গুলিতে কনের ভাই নিহত : আহত ৯

: 11471R-News

লামা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিয়ে বাড়িতে সংঘবদ্ধ ডাকাতের গুলিতে আহম্মদ ছফা (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমদ ছফা স্থানীয় মৃত সুলতান আহম্মদের ছেলে। এ সময় ডাকাতের উপর্যুপরি ছোড়া গুলিতে আরো পাঁচ ব্যক্তি গুলিবিদ্ধসহ নয় জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রুহুল আমিন, মোহাম্মদ জোবায়ের, আলী ইবদুহার, হোসেন আহম্মেদ ও জিহাদের নাম জানা গেছে।

খবর পেয়ে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ, বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হকসহ আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে ২৫-৩০ জনের সশস্ত্র মুখোশধারী ডাকাতদল কাগজিখোলার বিয়ে বাড়িতে হানা দেয়। এসময় তারা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে বরের বড়ভাই আহম্মদ ছফা ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ৯ জন। সংঘবদ্ধ ডাকাতরা প্রায় ২০ ভরি স্বর্ণলংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে। নিহত আহম্মদ ছফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন