নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উদ্যোগে ৫০০ অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) বিকাল ৫টার টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সার্বিক তত্ত্বাবধানে ব্যাটালিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ এলাকার বসবাসরত ৫০০ গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ৫০০ প্যাকেট ইফতার সামগ্রী এবং ৫০০ প্যাকেট তেহেরী বিতরণ করা হয়।

এসব ইফতার সমগ্রী এবং তেহেরী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল মো. রেজাউল করিম।

এসময় আরো উপস্থিত ছিলেন ,ক্যাপ্টেন রাফি উস হাসান, জোন জেসিও মোশারফ হোসেনসহ বিজিবির পদস্থ কর্মকর্তা ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শুরু থেকে ১১ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিভিন্ন সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছে। এ ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে। এদিকে এসব কার্যক্রমের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজিবিকে ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইফতার সামগ্রী, নাইক্ষ্যংছড়ি, বিজিবি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন