পবিত্র রমজান মাস উপলক্ষে কাপ্তাই বিজিবির ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

fec-image

পবিত্র রমজান মাস উপলক্ষে রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা বিজিবির অসহায়দের মাঝ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় কাপ্তাই ওয়াগ্গাজোন সদর দপ্তরে ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাব্বির আহমেদ, এএসসি; এ ত্রাণ সামগ্রী তুলেদেন।

এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং নগদ টাকা তুলে দেয়া হয়।

এছাড়া ৪নং কাপ্তাই ইউনিয়ন আফছারের টিলা তালিমুল কুরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা এবং কাপ্তাই সুইডিশ এলাকার দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানার কমিটির সদস্যদের হাতে ৪১ বিজিবি পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এসময় বিজিবি অধিনায়ক বলেন, আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, উৎসব সবার। তাই পবিত্র রমজান উপলক্ষে মুসলিম সম্প্রদায় ছাড়াও অন্যান্য ধর্মের লোকজনদের হাতে আমরা সহায়তা করছি।

তিনি আরোও বলেন, একে অপরের বিপদে-আপদে এগিয়ে আসলে, একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এই এলাকায়।

বিতরণকালে বিজিবির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বিজিবি, রমজান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন