পানছড়িতে এসএসসি, কারিগরি ও দাখিলে অংশ নিবে ১০২২জন পরীক্ষার্থী

fec-image

পানছড়ির চারটি কেন্দ্রে এবারের এসএসসি, কারিগরি ও দাখিলে অংশ নিবে ১০২২ জন শিক্ষার্থী।

কেন্দ্র নং-১ পানছড়ি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পূজগাং, নালকাটা ও বাজার উচ্চ বিদ্যালয়সহ তিন বিদ্যালয়ের ৪৪৯জন, একি কেন্দ্রে ভোকেশনালে ৮৩, কেন্দ্র-২ পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে বালিকা, উল্টাছড়ি, মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪৪, কেন্দ্র-৩ পূজগাং উচ্চ বিদ্যালয়ে লোগাং উচ্চ বিদ্যালয়, লোগাং বাজার উচ্চ বিদ্যালয় দুটির ১৬৪ ও দাখিল পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে মধ্যনগর ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ৮২জন পরীক্ষায় অংশ নিবে।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: দুলাল হোসেন জানান, পরীক্ষা চলাকালীন সময়ে আইনশৃংঙ্খলা রক্ষার কাজে কেন্দ্র সমুহে পুলিশ নিয়োজিত থাকবে। পাশাপাশি মোবাইল টিমের সাথে নিজেও কেন্দ্র সমূহে পরিদর্শনে গিয়ে খোঁজ খবর নিবেন বলে জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দাখিল, পানছড়ি, ভোকেশনাল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন