মহেশখালীতে এসএসসি/দাখিলে অংশ নিচ্ছে ৩৫৭৪ শির্ক্ষাথী

fec-image

আগামী সোমবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় দ্বীপ উপজেলা মহেশখালী থেকে ৭টি কেন্দ্রের অধিনে অংশ নিচ্ছে ৩ হাজার ৫শত ৭৪ জন ছাত্রছাত্রী।

এবারে ছাত্রের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি। মহেশখালী উপজেলায় মাধ্যমিকে ৪টি কেন্দ্র ,দাখিলে ২টি ও ভোকেশনালে ১টি সহ মোট ৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

কেন্দ্র -১ মহেশখারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র ২ কালারমারছড়া উচ্চ বিদ্যালয়, কেন্দ্র ৩ মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়, কেন্দ্র ৪ বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়।

দাখিলে কেন্দ্র ১ পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদ্রাসা, কেন্দ্র ২ কালারমারছড়া মঈনুল ইসলাম দাখিল মাদ্রসা। ভোকেশনাল মূল কেন্দ্র মহেশখালী আইল্যান্ড হাই স্কুল তবে ভেন্যু হিসাবে মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানান উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম।

এবারে মাধ্যমিকে ২৫৬৪ জন, ছাত্র ১১৮৪ জন, ছাত্রী ১৩৮২ জন। দাখিলে ৯২৮ জন, ছাত্র ৩৭৮, ছাত্রী ৫৫০ জন।

গত বছরের বারের তুলনায় এবারের এসএসসি ও দাখিলে ছাত্রীদের সংখ্যা বেড়েছে ফলে নারী শিক্ষায় অগ্রগতি হয়েছে বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দাখিল, মহেশখালী, মাধ্যমিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন