পানছড়িতে ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে পরিকল্পনা সভা

fec-image

পানছড়িতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প: প: বিভাগের আয়োজনে সোমবার (৩০ ডিসেম্বর)  সকাল দশটা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: সনজীব ত্রিপুরা।

অনুষ্ঠানের শুরুতে মেডিকেল অফিসার ডা: রিপল বাপ্পি চাকমা ভিটামিন এ ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্যাদি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

জানা যায়, ১১ জানুয়ারী দ্বিতীয় রাউন্ডে ১০৫ টি অস্থায়ী ক্যাম্পে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। যার মাঝে ৬- ১১ বছর বয়সী ১৩০৩জনকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫ বছর বয়সী ৭৩৮১ জনকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা জানান, এরি মাঝে সব ধরণের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা প্রমুখ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, পরিকল্পনা সভা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন