পানছড়িতে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ ক্যাম্প

10822692_790742507662935_139673408_n

পানছড়ি প্রতিনিধি : 

সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ ক্যাম্প’১৪। বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উপজেলা স্কাউট সম্পাদক মো: আবুল কাশেম জানান, উপজেলার আটটি বিদ্যালয়ের চল্লিশ জন স্কাউট ও দশ জন গাইড এ ক্যাম্পে অংশ নিচ্ছে। এর মাঝে ছাত্র ত্রিশ জন ও ছাত্রী রয়েছে দশ জন। তিন দিনের এই ক্যাম্পে প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্কাউটের লিডার ট্রেইনার ক্যাহলাচাই মারমা ও রেল অঞ্চলের প্রতিনিধি মো: ইয়াছিন। আলোচনা পর্ব শেষে বিকাল সাড়ে চারটায় পতাকা উত্তোলন ও স্কাউটদের করোতালির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

বিদ্যুৎ বিভাগ ও বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান মিয়া। এতে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান প্রভাত তালকুদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সম্পাদক মো: আবুল কাশেম ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন