পানছড়ির ঢাবি জয়ী আনোয়ারের পাশে সেনাবাহিনী

পার্বত্যনিউজে রিপোর্ট প্রকাশের পর আনোয়ারের লেখাপড়ার পথ সুগম হওয়ায় পার্বত্যনিউজের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ

Anwar PIC

পানছড়ি প্রতিনিধি :

পানছড়ির মেধাবী আনোয়ারের “ঢাবি জয়” শিরোনামে একটি সংবাদ জনপ্রিয় অনলাইন পার্বত্য নিউজে প্রকাশিত হওয়ার পর খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দরিদ্র পরিবারের সন্তান মো: আনোয়ার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর গোচরীভূত হয়। বাংলাদেশ সেনাবাহিনী মহানুভবতার পরিচয় দিয়ে আনোয়ারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার ফলে আনোয়ারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এখন নিশ্চিত। শুধু তাই নয়, আনোয়ারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সকল খরচও সেনাবাহিনী বহন করতে আগ্রহ প্রকাশ করেছে।

শনিবার পানছড়িতে সেনাবাহিনীর পরিচালনায় ফার্স্ট এইড প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মেধাবী ছাত্র আনোয়ারকে ভর্তির জন্য নগদ ২০হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষে প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এ টাকা তুলে দেন। ১৪ই বেঙ্গলের জোন অধিনায়ক লে: কর্ণেল হাসান মাহমুদ (পিএসসি) এসময় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি জোন অধিনায়ক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া চলাকালীন আনোয়ারের খরচাদিও বহন করবে খাগড়াছড়ি জোন। এ সময় উপস্থিত ছিলেন ২০ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল মো: আতিকুর রহমান, পানছড়ি সাব জোন কমান্ডার ক্যাপ্টেন মো: হাসিব উল আলম ও পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।

এছাড়াও আনোয়ারের পাশে দাঁড়ায় “পানছড়ির সকল সম্প্রদায়ের মেধাবীদের পাশে আমরা” সংগঠন ও পানছড়ি ট্রাক্টর মালিক সমিতি। “পানছড়ির সকল সম্প্রদায়ের মেধাবীদের পাশে আমরা” সংগঠনের সহযোগিতায় ট্রাক্টর মালিক সমিতি ৩১৭০ টাকা ও সংগঠনের পক্ষ থেকে ২হাজার টাকা আর্থিক সহায়তা আনোয়ারের হাতে তুলে দেয়া হয়।

পার্বত্যনিউজে রিপোর্ট প্রকাশের পর আনোয়ারের লেখাপড়ার পথ সুগম হওয়ায় এলাকাবাসী পার্বত্যনিউজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন