পানছড়ির তিন শতাধিক পরিবার পেল সেনাবাহিনীর ঈদ উপহার

fec-image

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় ও দুস্ত পরিবারের পাশে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের ব্যবস্থাপনায় পানছড়ি আর্মি সাব জোনে ঈদ শুভেচ্ছা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন সাজানো হয়।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় পানছড়ির ৩’শতাধিক পারিবারের মাঝে তুলে দেয়া হয় এ উপহার সামগ্রী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। । বাংলাদেশ সেনাবাহিনীর উপহার সামগ্রী পেয়ে পরিবারগুলোর মুখে ফুটেছে স্বস্তির হাসি।

এ সময় রিজিয়ন কমান্ডার জানান, পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতির নিদর্শন স্বরুপ খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক এই ধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখবে। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা একসাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।

ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি রিজিয়নের এই পদক্ষেপে স্থানীয়রা খুবই আনন্দিত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্নেল আবুল হাসনাত।

নিউজটি ভিডিওতে দেখুন:

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঈদ, উপহার, তিন শতাধিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন