পারফিউমের সুগন্ধ ধরে রাখুন দীর্ঘক্ষণ

perfume

লাইফস্টাইল ডেস্ক:
পারফিউম শরীরে মাখার একটাই কারণ, যাতে আপনার দেহ থেকে সুগন্ধ বেড়িয়ে আসে৷ কিন্তু পারফিউম মাখার কিছুক্ষণের মধ্যেই গন্ধ উড়ে যায়৷ অনেকে এই কারণে নামি দামি কোম্পানির পারফিউম মাখলেও দীর্ঘক্ষণ গন্ধ টিকিয়ে রাখা দায়৷ সকলেই দোষ দেন পারফিউমকেই৷

গন্ধ টিকিয়ে রাখার সঙ্গে আসলে নামি দামী পারফিউমের কোনও সম্পর্ক নেই৷ শরীরে গন্ধ টিকিয়ে রাখা সম্পূর্ণ নির্ভর করে আপনি কিভাবে পারফিউম ব্যবহার করলেন তার উপর৷ একটি বুদ্ধি করে পারফিউম ব্যবহার করলেই শরীরে সুগন্ধি লেগে থাকবে দীর্ঘক্ষণ৷

তাই জেনে নিন কিভাবে ব্যবহার করবেন পারফিউম৷

১. পারফিউমে সুগন্ধ ধরে রাখে এতে ব্যবহৃত বিশেষ ধরণের তেল৷ নিজের পছন্দের পারফিউমের বোতলটি দেখে কিনুন৷ যদি এতে তেলের পরিমাণ বেশি থাকে তবে মাত্র দু’একটি স্প্রে করলেই আপনার শরীরে সুগন্ধ থাকবে সারাদিন৷ তবে এতে যদি পানি বা অ্যালকোহলের মাত্রা বেশি থাকে তবে ব্যবহারের কিছুক্ষণের মধ্যে গন্ধ উড়ে যাবে৷

২. পারফিউমের বোতলের গায়ে লেখা দেখে পারফিউম কিনুন৷ পারফিউমের বোতলে কি লেখা রয়েছে সেটায় একবার চোখ বুলিয়ে নিন৷ যদি পারফিউমের গায়ে ‘eau de parfum’ লোখা থাকে তবে সেটিই কিনুন৷ কিন্তু যদি ‘eau de toilette’ লেখা থাকে তবে সেটি এড়িয়ে চলুন৷

৩. পারফিউম সঠিক ভাবে ব্যবহার করলে তার সুগন্ধ দীর্ঘক্ষণ শরীরে থাকবে৷ এক্ষেত্রে মাথায় চুলে ও জামা কাপরের উপর পারফিউম স্প্রে করুন৷ যদি ত্বকে স্প্রে করেন তবে সুগন্ধি তাড়তাড়ি দেহ থেকে উড়ে যাবে৷

৪. পারফিউম কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়৷ সে কারণেই আলো ও তারে এটি অক্সিডাইজ হয়ে যেতে পারে৷ অক্সিডাইজ হয়ে যাওয়া পারফিউমের সুগন্ধি নষ্ট হয়ে যায় ও তা দেহে বেশিক্ষণ থাকেও না৷ তাই দীর্ঘক্ষণ পারফিউমের গন্ধ ধরে রাখতে চাইলে পারফিউমের বোতল ঠান্ডা ও অন্ধকার স্থানে রাখুন৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *