পার্বত্য চট্টগ্রামের ৪ হাজার পাড়াকেন্দ্রকে করা হবে ডিজিটালাইজড

নিউজ ডেস্ক:

পার্বত্য চট্টগ্রামের নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টিসহ সামাজিক সেবা দেয়া ৪ হাজার পাড়াকেন্দ্রকে ডিজিটালাইজড করবে সরকার। প্রাথমিকভাবে তিন পার্বত্য জেলায় প্রথম পর্যায়ে ২৬টি পাড়াকেন্দ্রের সেবা আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর করে ডিজিটালাইজড করা হবে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘পার্বত্য চট্টগ্রামে ডিজিটাল সেবার প্ল্যাটফর্ম ও মডেল ডিজিটাল পাড়াকেন্দ্র স্থাপন’ শীর্ষক এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সভাপতিত্বে সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বারও উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, ‘পার্বত্যবাসীর সামাজিক সেবা প্রাপ্তির কেন্দ্রবিন্দু হিসেবে পাড়াকেন্দ্রগুলো অগ্রণী ভূমিকা পালন করছে। এ এলাকায় বিদ্যমান ৪ হাজার পাড়াকেন্দ্রের পাশাপাশি আরও এক হাজার পাড়াকেন্দ্র নির্মাণ করা হবে।’

সভায় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে আধুনিক তথ্যপ্রযুক্তি সেবা প্রদানে পাড়াকেন্দ্রগুলো ডিজিটালাইজড করা হবে। এর ফলে এ অঞ্চলের শিশুরা প্রাক-প্রাথমিকস্তরেই আধুনিক তথ্য প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে তাদের মাতৃভাষাসহ সামাজিক সেবা সমন্বিতভাবে গ্রহণ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল পার্বত্য চট্টগ্রাম বিনির্মাণে পাড়াকেন্দ্রগুলো জোরালো ভূমিকা পালন করবে এবং ভিশন-২০২১ বাস্তবায়ন তরান্বিত করতে অবদান রাখবে।’

দ্রুতগতির ইন্টারনেট সেবা দূর্গম এলাকায় পৌঁছাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুল ইসলাম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন