পার্বত্য চুক্তি বাস্তবায়নে নতুন করে আন্দোলন করতে হবে: সন্তু লারমা

fec-image

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়ন করতে হলে আন্দোলনের বিকল্প নেই।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রাঙামাটি শিল্পকলা মিলনায়তনে পাহাড়ি ছাত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শান্তিচুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সন্তু বলেন, বিগত ২৫ বছর ধরে পার্বত্য চুক্তি অবহেলিত, উপেক্ষিত ও অনাদরে কাগজের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি কোন সাধারণ দলিল নয়। এই চুক্তির মধ্যে পার্বত্যাঞ্চলের স্থায়ী অধিবাসী বিশেষত জুম্মজনগণের অস্তিত্ব সংরক্ষণের রক্ষাকবচ। আমরা যে আশা করে চুক্তি স্বাক্ষর করেছিলাম এই চুক্তির মধ্য দিয়ে জুম্ম জনগণের নূন্যতম অস্তিত্ব রক্ষায় ও বাস্তবতার জন্ম দিতে পারবো, কিন্তু হলো না। চুক্তি বাস্তবায়ন মুখ থুবড়ে পড়ে রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি এমনিতে বাস্তবায়িত হবে না। চুক্তি বাস্তবায়নে নতুন করে আন্দোলন করতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, একদিকে শাসকগোষ্ঠীরা পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণকে এই চুক্তি ভুলে যেতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে পাহাড়ি মানুষেরা যদি চুক্তির উপর কোন কথা বলে থাকে তাদের উপর সরকারের শাসকগোষ্ঠী ও বিশেষ মহলের দ্বারা নানান ধরনের প্রতিবন্ধিকতা ও চাপ সৃষ্টি করছে। সেই ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে তারা চুক্তি বাস্তবায়ন বা চুক্তির কার্যক্রম ও আলোচনা থেকে দূরে সরে যাচ্ছে।

পাহাড়ি ছাত্র পরিষদের আহ্বায়ক জিকো চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, কবি ও সাহিত্যক শিশির চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা।

বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারশেনর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যারয় থেকে অংশগ্রহণকারী বিজয়ী ৯ জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্দোলন, পার্বত্য চুক্তি, সন্তু লারমা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন