পার্বত্য তিন জেলা নিয়ে স্বাধীন রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র চলছে: চিফ হুইপ

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা এবং মিয়ানমারের একটি অংশ নিয়ে স্বাধীন একটি রাষ্ট্র তৈরির ষরযন্ত্র করছে একটি আন্তর্জাতিক চক্রান্তকারী গোষ্ঠী, এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, রোহিঙ্গা ইস্যু কোন সাধারণ ইস্যু না, এটা একটি দেশ ভাঙ্গার ষড়যন্ত্র।

বুধবার (০৬ সেপ্টেম্বর) সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাউফল উপজেলা পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এ সময়ে তিনি মিয়ানমারে চলমান গণহত্যা এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য অং সাং সুচির সমালোচনা করেন।

একটি রাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন, ওই রাষ্ট্রটি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা বললেও মিয়ানমারকে এ ধরনের অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য কিছু বলে না। রাষ্ট্রবিরোধী এ ধরনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন