বিশ্ব পরিবেশ দিবসে বক্তাদের অভিমত

পাহাড়ে বন-জঙ্গল বাঁচলে পরিবেশ বিপর্যয় রক্ষা পাবে

fec-image

বান্দরবানে থানচি উপজেলায় “পরিবেশ ঐকতানে টেকসই জীবন ” এ প্রতিপাদ্যে “একতা পৃথিবী” শ্লোগানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

এ উপলক্ষ্যে রবিবার (৫ জুন) সকাল সাড়ে ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদে মাল্টিপারপাশ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের সিপিপি-পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা হাঁদি চন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সুজন ভট্টচার্য্য, উপসহকারী কৃষি কর্মকর্তা বিশ্বজিদ গুপ্ত দাশ, কারিতাসের সিপিপি-পিএইপি-২ প্রকল্পের কর্মী পিংকু চৌধুরী।

সভায় বক্তারা বলেন, পাহাড়ে বন, জঙ্গল, জলধারা,প্রাকৃতি পরিবেশ, মূল্যবান গাছ, পাথর প্রতিনিয়ত কেটে ফেলা হচ্ছে। নিজেদের প্রয়োজনে-অপ্রয়োজনে সরকারিভাবে অবকাঠামোগত উন্নয়ন কাজে ব্যবহৃত হচ্ছে। সেটি আগামী ৫ বছরের মত ঐক্যবদ্ধভাবে বন্ধ করা গেলে পাহাড়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতি পরিবেশ থেকে রক্ষা পাবে। প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের জন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশের সিপিপি-পিএইপি-২ প্রকল্পের আওতায় “পরিবেশ ঐকতানে টেকসই জীবন ” এ প্রতিপাদ্যে “একতা পৃথিবী” শ্লোগানে দিবসটি পালিত হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন