পেকুয়ার উজানটিয়া বঙ্গোপসাগরের সাথে একাকার: সহস্রাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত

pic.pekua_ujantia_flat-01-07-15[1]

এম.জুবাইদ, পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ার উজানটিয়ার ঠেক পাড়ায় বঙ্গোপসাগরের বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে পুরো উজানটিয়ায় ৩থেকে ৫ফুট উচ্চতার পানির নিচে তলিয়ে গেলে প্রায় ২হাজার একর চিংড়ি ঘের ভেসে যায়।

জানা যায়, ২৯জুন উজানটিয়ার ঠেকপাড়া বেড়িবাধের প্রায় ১৫চেইন ভেঙ্গে নিমেষ হয়ে গেলে জোয়ার ভাটার সৃষ্টি হয়। ৩০জুন জোয়ারের পানি বৃদ্ধির ফেল পুরো উজানটিয়ায় ৩থেকে ৫ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উজানটিয়ার ঠেকপাড়া, মালেক পাড়া, বাজার পাড়া, নুরীর বাপের পাড়া, গোদার পাড়া, পান্না পাড়া, আতর আলী পাড়া, ঠান্ডার পাড়া, মিঠাবেপারী পাড়া, মিয়াজী পাড়া, ফকির পাড়া, ভেলুয়ার পাড়া, মৌলভী পাড়া, জালিয়া পাড়া, ঘোষাল পাড়া, মিয়া পাড়া, নয়া পাড়া, পেরাসিঙ্গা পাড়া ষাট দুনিয়া পাড়ার প্রায় বসতঘর জোয়ারের পানিতে প্লাবিত হয়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাগেছে, চিংড়িঘেরের পাশাপাশি সহস্রাধিক বসতঘর পানির নিচে তলিয়ে গেছে ও শতাধিক বসতঘর সম্পূর্ণ ধবংস হয়ে যায়। ৩০জুন সকালের জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি পেলে পুরো উজানটিয়ায় করুণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এসময় পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু ভাঙ্গন এলাকা পরিদর্শনে গেলে স্থানীয় লোকজনকে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পরামর্শ দেন। এসময় জোয়ারের পানি থেকে প্রয়োজনীয় আসবাব পত্র পর্যন্ত রক্ষা করতে পারেনি। মধ্যম উজানটিয়া সাইক্লোন সেন্টার, পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মালেক পাড়া ইফাদ সাইক্লোন সেন্টারে লোকজন আশ্রয় নিয়েছে।

সকাল ১০টায় জোয়ারের পানি অতিক্রম করে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু দুর্গম ঠেকপাড়ার বেড়িবাধের ভাঙ্গা অংশ পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন, উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী মিন্টু, স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন, সাবেক এম.ইউপি জাফর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে তিনি জরুরী বরাদ্দের শুকনা খাবার বিতরণ করেন।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, পেকুয়া সদর ইউনিয়ন, বারবাকিয়া ও শিলখালী ইউনিয়নের বন্যার পানি শুকাতে না শুকাতে উজানটিয়া মগনামায় বেড়িবাধের ব্যাপক ভাঙ্গনের ফলে ব্যাপক এলাকা প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ডের কার্যকর কোন পদক্ষেপ এখনো দেখা যায়নি। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করা না হলে পুরো পেকুয়া সাগরের সাথে একাকার হয়ে যাবে। কোন রকম চাষাবাদ পেকুয়ায় হবেনা। তিনি পেকুয়ার ২লক্ষ মানুষের জীবন জীবিকা রক্ষা করতে দ্রুত সময়ে বেড়িবাধ সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন