পেকুয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

fec-image

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার সভাকক্ষে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,পেকুয়া থানার প্রতিনিধি সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শেখ ফরিদ, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এম শহিদুল্লাহ বি এ,উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি এস এম মাহবুব ছিদ্দিকী, সাংবাদিক জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার আবু বক্কর রফিক,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সাইফুন নাহার, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের প্রতিনিধি মো. বেলাল মেম্বার,উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম ওসমান গণি প্রমুখ ।

বীর মুক্তিযোদ্ধা এড, কামাল হোসেন ও সাংবাদিক জালাল উদ্দিন পেকুয়া বাজারের যানজট, মাদক, জুয়া, চোর-সিন্ডিকেট ও ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপত্তা বিধান নিয়ে দেয়া বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি পূর্বিতা চাকমা পেকুয়া থানার পুলিশকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। এছাড়াও আগামী ঈদুল ফিতুর উপলক্ষে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন। ভূমিহীন অসহায়দের জন্য নির্মিত মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরগুলো পরিদর্শনে যেতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়ালি ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে আসার জন্য সাংবাদিক ও কমিটির সবাইকে আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন। পরে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত, আইন শৃঙ্খলা, পেকুয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন