রাঙামাটিতে পিসিএনপি ও পিসিসিপি’র যৌথসভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটিতে পাবর্ত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) জেলা-উপজেলা কমিটির নেতাকর্মীদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট)বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে রাঙামাটি প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি শাব্বির আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি আমীর মো. ছাবের, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, পৌর কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা কমিটির সভাপতি ছগির আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোর্শেদা আক্তার, ছাত্র পরিষদ পিসিসিপি’র রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হাবিব আজমসহ পিসিসিপি’র জেলা ও উপজেলা কমিটির অন্যান্যে নেতৃবৃন্দরা।

যৌথসভায় কাজী মজিব বলেন, পার্বত্য এলাকার সকল নাগরিককের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে কাজ করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কাজ করছে নাগরিক পরিষদ।

পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের চলমান সমস্যা সমাধানে সরকার ও পার্বত্য চট্টগ্রামে দায়িত্বে নিয়োজিত সকল প্রশাসনকে পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রক্রিয়ায়, সমর্থন ও পরামর্শ দিয়ে সমস্যা সমাধানে কাজ করার প্রতিজ্ঞা করান যৌথসভা অংশ নেওয়া নেতৃবৃন্দদের।

যৌথসভায় নেতৃবৃন্দরা, পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের বৃহৎ স্বার্থে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের আইন সংশোধনের উপর ৮ দফা দাবি জানান।

যৌথসভায়, আন্তর্জাতিক আদিবাসী দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের উপজাতিদের আদিবাসী দিবস পালনের নামে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা কমিটির মানববন্ধন, ৯ই সেপ্টেম্বর পাকুয়াখালী ট্রাজেডি (৩৫ কাঠুরিয়ার হত্যা) দিবস পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত, পিসিএনপি, পিসিসিপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন