বৈসু-সাংগ্রাই-বিঝু(বৈসাবি) ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন

খাগড়াছড়িতে বৈসাবি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

fec-image

বর্ণাঢ্য র‌্যালির মধ্যদিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বর্ষবরণ উৎসব বৈসাবি। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈসু-সাংগ্রাই-বিঝু(বৈসাবি) ও বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স ‘র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা.এমপি।

এদিন র‌্যালিটি প্রধান সড়ক ও পুরো শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার হয়ে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে হাজার পাহাড়ি তথা ত্রিপুরা,মারমা, চাকমা,বাঙ্গালী,সাওতাল তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক, বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে এতে অংশ নেন।

র‌্যালিটি হয়ে উঠে সর্বস্তরের মানুষের মিলনমেলায়। মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ রঙিন ছাতা নিয়ে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি পরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীদের শিল্পীদের পরিবেশনায় বর্ণাঢ্য ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি,জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, লে. কর্নেল মো. আবুল হাসনাত, জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, ডিজিএফআই ডেট কমান্ডার লে. কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, নারী নেত্রী বাঁশরি মারমাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত, উপলক্ষ, খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন