পেকুয়ায় দিন দুপুরে বসতবাড়ি দখলে নিল সশস্ত্র সন্ত্রাসীরা, আহত ২

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় দিন দুপুরে বসতবাড়ি দখলে নিল সশস্ত্র সন্ত্রাসীরা । এসময় বাধা দিতে গিয়ে দুই মহিলা আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা হলেন, জামাল হোসেনের স্ত্রী মালেকা বেগম(৫৮) ও তার মেয়ে উম্মে কুলসুম শিউলী (২৮)। তবে উম্মে কুলসুম শিউলীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসীরা জামাল হোসেনের বসতবাড়ি দখলে নিতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় বাধা দিতে গিয়ে জামাল হোসেনের স্ত্রী ও মেয়ে আহত হয়। পরে আহতদের জোরপূর্বক বসতবাড়ি হতে বের করে দিয়ে সন্ত্রাসীরা বসতবাড়ি দখলে নেয়।

বসতবাড়ির মালিক জামাল হোসেন জানিয়েছেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় আহমদ নবীর পুত্র মো.শাকেরে নেতৃত্বে ১০/১২জন সশস্ত্র সন্ত্রাসী আমার বসতবাড়িতে হামলা চালিয়ে ৫ লক্ষাকি টাকার মালামাল লুট করেছে। এসময় বাধা দিতে গেলে আমার স্ত্রী ও মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করে বসতবাড়ি দখলে নিয়েছে। বর্তমানে আমার পরিবার চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন