পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় জিএমসি ইনস্টিটিউশনের ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩ টায় পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের মাঠে প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা মারুফার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবাহান। এতে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা হায়দার রনি, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মারুফুর রশিদ খাঁন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাফুজুর রহমান, শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজার রমিজ উদ্দিন আহমদ, স্কুল পরিচালনা পর্যদের সদস্য সরফরাজ আল নেওয়াজ চৌং, কিছমত চৌং, ছরওয়ার উদ্দিন, আশেক এলাহী, উম্মে কুলছুম মিনু।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মাস্টার  জহিরউদ্দিনসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুস সোবাহান বলেন, স্কুল জীবন থেকে ভবিষ্যত জীবনের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। ভবিষ্যত জীবন নির্ধারণের উপযুক্ত সময় এখন।

পরে ২৯টি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন